কোথাও কেউ নেই,
যে পথে হেঁটেছেন নজরুল, রবি ঠাকুর, মাইকেলর মত
আছে যত কাল বিজয়ী কবি শত শত !
আজ সেই পথ পড়ে আছে শূন্য পদচিহ্ন নিয়ে।
কোথাও কেউ নেই।

ব্যস্ততম রাস্তায় যেখানে প্রতিদিন ভির জমে
শত শত ভালোবাসার, সেই রাস্তা আজ শূন্য।
রাস্তায় হেটে চলে ক্ষুধার্ত কুকুর এক-টুকরো রুটির খোঁজে।
অনাহারে কাক বসে থাকে গাছের ডালে, কে কার কষ্ট বোঝে!
কোথাও কেউ নেই, বিষণ্ণতা জায়গা করে বসে মনে।

যুদ্ধ খ্যাত সেই ট্রয় নগরী আজ ফাঁকা,
আজ সেখানে কোনো সৈন্য নেই, নেই রক্তের স্রোত!
লাশের মিছিল সেখানে আজ শুধু মাত্র অতীত।
কোথাও কেউ নেই। সবাই বন্দি।

বসুবা, কেমন আছো? টেলিফোনের লাইনটাও আজ বিচ্ছিন্ন।
অনেকদিন তোমার সাথে কথা নেই, হয়নি দেখা।
তোমার বাড়ির পাশ দিয়ে এখনো ট্রেন চলে?
শুনতে পাও ট্রেনের হুইসেল? অনেকদিন যাওয়া হয়না সেখানে।

বসুবা, তুমি কি বাইরে বের হও-
খোলা আকাশ, সবুজ মাঠ দেখতে?
তোমার ওদিকের আকাশে কি খণ্ড সাদা মেঘ ভাসে?
গোধূলিক্ষনে আকাশ কি লালচে হয়!
অনেকদিন তোমার সাথে নদীর তীর দেখা হয়না।