নিজেকে আজ প্রচন্ড একা লাগছে,
যদিও একাকীত্ব আমার নিত্য দিনের সঙ্গী
তবুও কেন জানি আজ সহ্য হচ্ছে নাহ।
আড়ালে থেকে, দূরে থেকে নিত্যদিন
পরিচিত মুখ গুলোর খোঁজ নেওয়া
মনে মনে, সপ্নে তাদের সাথে কথা বলা
এগুলোও আজ আমার কাছে বড্ড ভারি লাগছে।
কেন? কি হয়েছে আজ আমার?

আশেপাশের মুখ গুলোর হাসি, ভালো থাকা
আমার কাছে চিরন্তন প্রিয়,
তাদের হাসতে দেখলে আমার মনে
বসন্তের ককিল ডেকে উঠে।
বসন্ত বিকেলের দক্ষিণা হওয়া বয়ে যাই।
হেমন্তের কাশফুল অধিক সাদা মনে হয়
তবে আজ কেন আমার মন এরকম দেখাই?
উত্তর নাই। উত্তর আমার জানা নাই।
আমি উত্তর খুজি কিন্তু পাইনা।
কেন? কি হয়েছে আজ আমার?

মাঘের শীত, বর্ষার অস্বাভাবিক বর্ষণ
এমনকি গ্রীষ্মর মাঠ ফাটা রোদ,
কোনো কিছুই আমার গায়ে লাগেনি
কারণ, সবার মুখের হাসি, ভালো থাকা
এসবি আমাকে আগলে রাখে
প্রতিকুলতার থেকে। কিন্তু!
আজ কেনো এই বসন্তের বাতাসও
আমার অসহ্য লাগে? বেঁচে থাকা
কঠিন হয়ে যাচ্ছে কেন?
আমি উত্তর খুজি কিন্তু পাইনা।
কেন? কি হয়েছে আজ আমার?


আমি কি ভালো আছি?
ভালো থাকার অভিনয়ে ব্যর্থ আমি?
না, আমি তো ব্যর্থ হতে জানিনা,পারিনা।
তাহলে? আমিতো আজকেও সবার খোঁজ নিয়েছি
সবায় ভীষণ ভালো আছে, আনন্দে আছে।
তাহলে আমার সেই তৃপ্তি গুলো গেলো কই?
আমি উত্তর খুজি কিন্তু পাইনা।
কেন? কি হয়েছে আজ আমার?