একটা দুঃস্বপ্ন --
অতপরঃ ঘুম ভেঙে গেল
লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে দাঁড়িয়ে গেলাম।
মানুষ পোড়ার গন্ধ নাকি বারুদ গন্ধে কন্ঠনালী আবদ্ধ!
বুঝ আসেনা কিছুতেই।
মানুষের উপর প্রভুত্ব করতে করতে গ্রহ উপগ্রহকে খাচ্ছি নাকি গিলে!
মুক্তির মিছিলে নির্যাতিতের শ্লোগানে মুখরিত হচ্ছে বাঁচার মন্ত্রপাঠ,
ইতিহাস নাকি যুদ্ধ নাকি মহাযুদ্ধের ঘোষণা?
কিংকর্তব্যবিমূঢ়, ঘরের ভিতরে বিচলিত আমি।
জানালার আর্শিতে চোখ মেলে দেখি, হৃদয় আঙ্গিনা বিধ্বস্ত, পৃথিবী হচ্ছে খন্ডিত।
ভাঙনের ভারে কাঁপতে কাঁপতে দু'চোখে জল এসে গেল।
এ কোন সভ্যতা? দিগম্বর শরীরের দিকে কি তাকিয়ে আছে জড়বাদীরা?
সহসা চোখে আঁধার ভেদ করে বারংবার পৃথিবীর দিকে তাকিয়ে দেখি, পৃথিবী তো ভালো নেই।
পৃথিবী খেয়েছে মানুষ, নাকি
মানুষ খেয়েছে পৃথিবী?
ওরে কাপুরুষের দল, লক্ষ কোটি প্রতিবাদী কি আজ মরে গিয়ে মাটিতে গেছে মিশে?
এবার তোরা ঘুরে দাঁড়া! আর মূঢ়তা নয়।
মোর প্রশান্ত পারেও কত মহাজীবনের শান্তি আজি আক্রান্ত
নব নব সৃষ্টিতে দৈত্য দানবে করে নিষ্ঠুর আঘাত অবিশ্রান্ত।
লিখেছেনঃ নানা ভাই আরিফ রেজা