কিছুক্ষণ পরেই মসজিদে আজানের পরিবর্তে
মোয়াজ্জেম এর মুখে আমার মৃত্যুর সংবাদ
পেলাম। এইবার সব বুঝে গেলাম। এত আর্তনাদের কারন।
আমি মেনে নিলাম আমার মৃত্যু।
সবায় কেই একদিন মরতে হবে এই ভেবে।
কিন্তু এখানেই কি সব শেষ? নাকি সবে শুরু !!
রোগ শয্যায় থাকাকালীন ভেবেছিলাম
একটা কথা সবায়কে জানাবো -
আমি যখন মারা যাব তখন কেউ কাদবে না,
কারো কান্নার এক টুকরা আওয়াজ যেন
আমার কানে না এসে পৌঁছায়। পারলে
আমার পাশে কেও কোরআন পড়িও।
কিন্তু তা আর বলতে পারলাম না।
ধীরে ধীরে কান্নার ঝড় বইতে শুরু করল।
আর আমি অনুভব করতে থাকলাম
আর কিছুক্ষণ পরেই এই কান্নার জন্য
আমাকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
আমি অঝরে চিৎকার করে যাচ্ছি কিন্তু
কেউ আমার আর্তনাদ শুনছে না।
শত শত মানুষ আমার পাশে তবুও
নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে।
এ যেন এক অপ্রাপ্তির করুন অনুভূতি।