নিজের উপর আত্মবিশ্বাস গড়ব
পরাধীনতা দূরীভূত করব।
পরাধীনতা জীবন বলি তারে,
যা নিজের অস্তিত্ব নষ্ট করে ।

অপরের সিদ্ধান্ত মিষ্টি হলে ও
স্বীয় সিদ্ধান্তের চেয়েও নিম্ন।
ব্যক্তিগত স্বাধীনতা
অগ্রগামী পথ প্রদর্শক ।
নিজের রুপকে প্রকাশ দ্বারা
শ্রেষ্ঠ ব্যক্তিত্ব অর্জন সক্ষম।

কঠোর পরিশ্রম ও সৎ কার্যের মধ্যে
সফলতার বীজ রোপণ সম্ভব।
কারো যোগ্যতা কেড়ে নেওয়া যায় না
নিজস্ব পথ খুঁজে বের করতে হবে,
অন্য কেউ খুঁজে দিবে না।

প্রত্যেকেরই মাঝে আছে  যা,
নিজের মাঝে লুকিয়ে আছে তা
তার যথার্থ বিকাশ ঘটাতে হবে
তবেই সফলতার সন্ধান পাওয়া যাবে।