ঐতিহাসিক কালক্রমে ছিলাম যাযাবর।
সেই ইংরেজ প্রহসনে কুলীনকুলসর্বস্ব
চতুরঙ্গ রক্তাক্ত পলাশী প্রান্তর।
অশ্রু বরফগলা নদী বয়ে
অস্তমিত হইল স্বাধীনতার সূর্য।
উদাসীন পথিকের ন্যায় চলিত বহুকাল।
বসুমতী ভেদ করি জাগরিত
বঙ্গ মায়ের ভাষা অনীক।
রক্তের ঝর্ণার ধারা খুঁজি তব
বাঙ্গালীর চেতনায় অর্জিত বাংলা।
শোষণ- বৈষম্যের বিরুদ্ধে করিয়া প্রতিবাদ
বাঙালি ছিনিয়ে এনেছে মুক্তির সনদ।
জনতার অভ্যুত্থান ষড়যন্ত্রের শাঁখের করাত ভেঙ্গে জাতীয়তাবাদ বিকাশে চরম পর্যায়ে অগ্রসর।
অপারেশন সার্চলাইট পরিচালিত
নিঃস্ব বাঙালির গণহত্যার কাহিনী।
বাঙালি আর নয় ক্ষান্ত স্বাধীনতা অর্জনে সংকল্প ।
রক্তক্ষয়ী মহাযুদ্ধে অবতীর্ণ মোরা সকল বর্ণ।
জন্ম নিয়েছ 'বাংলাদেশ' নামক স্বাধীন মাতৃভূমি ।
আমন্তিত হইল দিন বদলের পালা
ধন সম্পদে পরিপূর্ণ নিরয়ে।
শিক্ষার থলি উচ্চ লম্ফে রাখিয়াছি
তব মোর জ্ঞানতরী নাহি করিয়া পূর্ণ।
একে কি বলি মানব শিক্ষার দর্পণ?
মোরা প্রকৃত শিক্ষাকে হৃদয় ভরি
মাতৃভূমি লাগি জীবন বাজি।
সৃষ্টিকরণ হইব প্রশান্তিময় স্বদেশ।
স্বার্থক ধরিত্রীর তরে উন্নয়নশীল বাঙলীর।