কত যে কিনেছি চাকরি পত্রিকা,
কত যে দিয়েছি চাকরি পরীক্ষা।
হয়নি একটা সরকারী চাকরি।
এভাবে কেটে গেল কয়েক বছর।
এখন চাই একটা কোম্পানির চাকরি,
এটাও খুঁজে খুঁজে হয়রানি।
কত আত্মীয়-স্বজনের কাছে হাত ধরেছি,
একটা চাকরি চাই!
তারা বলেন, "চাকরি জন্য প্রস্তুতি নাও
হয়ে যাবে।"
বন্ধু-বান্ধবীকে কত বার বলেছি ,
একটা চাকরি চাই!
তারা বলেন, "কেবল মাত্র যোগদান করলাম
অপেক্ষা করো। "
বড় ভাই-প্রতিবেশী কাছে অনুরোধ করেছি,
একটা চাকরি চাই!
তারা বলেন, "কিছু দিন অপেক্ষা করো
দেখি কি করা যায়।"
মা-বাবাকে বুঝানোর চেষ্টা করেছি,
চাকুরি নেই ব্যবসা করব।
মা-বাবা বলেন, "ব্যবসা করার
টাকা কই পাবো?"
এ সান্ত্বনা দিয়ে কি হবে,
শুধু চাই একটা চাকরি।
বিয়ের বয়স চলে গেল,
শত চেষ্টা শেষ হলো।
নিজেকে হাজারো প্রশ্ন করেছি,
আমি কি খুবই অপদার্থ?
আমি কি সেই ছেলে?
যে অনার্স, মাস্টার্স ফার্স্ট ক্লাস।
কত মানুষ কত কিছু করছে
আমি পারি না কেন।
আমি কি পৃথিবীর সবচেয়ে ব্যর্থ মানুষ?
আমার লেখা-পড়া করা কি ভুল হয়েছে।
আমি গরীব ঘরের সন্তান।
কত কষ্ট করে ,লেখা-পড়া করতে হয়েছে ।
আজো বাবা-মায়ের হাতে
এক মুঠো ভাত দিতে পারি না।
তবুও হার মানতে রাজি না।
অক্লান্ত পরিশ্রম ও ধৈর্য দ্বারা এগিয়ে যাব
অবশ্যই স্বপ্ন পূরণ হবে।
আমি শুধু জানি,
সত্যিকারে পরিশ্রম ব্যর্থ হয় না।