তুমি আমি একই বর্ণ
কিন্তু দুটি ভিন্ন পদ।
তোমায় নিয়ে বাক্য গঠনের
অনুপ্রেরণা জাগে মনে।
ব্যাকরণের নিয়ম,
বাধা সৃষ্টি করে সম্পর্ক স্থাপনে ।
আমি ভিন্ন পদ বলে।
আজো জানা হলো না,
শব্দের উচ্চারণ।
বাক্য গঠন অসম্ভব,
ভাষায় অজ্ঞাত বলে।
ভূল পরিস্থিতি কবলে
বাক্য গঠনের পরিবর্তে,
বর্ণের বিন্যাস নষ্ট হয়।
যা ছিল আশা না করার ন্যায় ।
ঐ বর্ণটি কি কবু পারবে?
প্রকৃতির নিয়মে উর্ধ্বে,
শুদ্ধ বাক্য রুপান্তরিত হতে?
রয়ে গেল অপেক্ষা।