তোমার যে পৃথিবী,
আমার সে পৃথিবী ।
তোমার রক্ত লাল,
আমার রক্ত লাল ।
তোমার স্রষ্টা যেই,
আমার স্রষ্টা সেই।
তুমি আছো স্বর্ণের খাটে,
আমি মৃত্তিকায় কেন?
তুমি অট্টালিকায়,
আমি খড়-কোটার গৃহে কেন?
তোমার রাজ ভোগ,
আমার আলু সিদ্ধ কেন?
তোমার নব বস্ত্র,
আমার জীর্ণ বস্ত্র কেন?
তোমার সুখের জল,
আমার অশ্রু জল কেন?
তোমার এক দিবসের ব্যয়,
আমার এক মাসের ব্যয়।
তুমি অভাবের মূল্য বুঝ না,
আমি অভাবের মূল্য বুঝি।
তুমি জন্মগত ভাবেই উন্নত,
আমার শত পরিকল্পনা শর্তে অবনতি ।
তোমার কেনো এতো সুবিধা?
আমার কেন এতো কষ্ট?
তুমি পরিশ্রমী,
আমি কঠোর পরিশ্রমী।
তুমিও মানুষ
আমিও মানুষ।
একে কি বলে?
নিশ্চই ভাগ্য।
থাকুক যত দীনতা,
তবুও হার মানবে না ,
এগিয়ে যেতে হবেই।