অপরূপ পৃথিবী স্বপ্নের বীজ বুনি,
আশার প্রদীপ জ্বালাতে কত সুর ধরি।
নাহি জানি, নাহি বুঝি, কত করিয়াছি ভূল,
এখন আর সময় নেই, এখন হইয়াছে হুঁশ।  
আসল-নকল না করিয়া সঠিক নির্ণয়,
অকার্যে -কুকর্মে কত সময় নষ্ট করিয়াছি।

নদীর স্রোতের শেষ প্রান্তে যতই যুদ্ধ করি,
নাহি মিলে তাহা সর্ব সাধনায় সারা জীবন ভরি।
যাহা হারিয়েছি তাহার জন্য অশ্রু নদী বহে,
এখন আর কি করিবার ভাগ্যের হাতে আটক।

অল্পতে মোহ করিয়ে প্রকৃত কার্য ভূলি,
সুসময়ে যথার্থ কর্মে সুফল নিশ্চয়ই।
অনর্থক ভ্রান্ত পথে নাহি করিব স্বল্প সুখময় গমন,
দুর্গম পথ অতিক্রম করিব সঙ্গে অক্লান্ত পরিশ্রম।
আশার প্রদীপ জ্বালিয়ে রাখিব শুদ্ধ চেতনায়,
তবেই মিলিতে পারে সুখের ভান্ডার।