দরিদ্র বলিয়া কাউকে অবহেলা ঠিক নহে,
তারা দরিদ্র থাকার জন্যই আজ তোমার মূল্য।
সময়ের স্রোতে ঝিনুক মুক্তায় পরিণত হয়।
ছোট একটা বীজ বিশাল গাছের উৎপত্তি।
পৃথিবীর আলোকিত সূর্য নিশিতে হারিয়ে যায়।
ঐশ্বর্যের গর্ব এক মুহূর্তে হইতে পারে চূর্ণ।
যাহা ক্ষণস্থায়ী তাহা নিয়ে কিসের দম্ভ?
একদিন বুঝিবে অহংকারে পতন অনিবার্য।
যা আমার ছিল না, তাহা কি আমার?
সেই বস্তুর জন্য কেন করি হানাহানি।
যাহা রাখিতে পারিব না চিরকাল,
তাহার জন্য মিথ্যা অসংখ্য পাপাচার।
হোক সৎ পথে এক বিন্দু সঞ্চয়।
একটু ভাবিয়া দেখি নির্জনে আনমনে
এখন যদি বিদায় নেই চিরতরে
কোথায় যাবে সব নশ্বর সম্বল?
রাখিতে পারি যদি অমর কীর্তি,
তবেই হবে বিশ্ব শান্তি।
ধনী-গরীব, কৃষক-মজুর ও নারী-পুরুষ
সবার ভালবাসা সবার জন্য।
প্রবল হইয়া দুর্বলকে নাহি করিব গ্রাস,
মানুষে মানুষে হইবে শান্তির ভান্ডার ।