তোমায় নিয়ে দেখেছিলাম হাজারো সপ্ন,
এঁকেছিলাম হৃদয়ে তোমার নামের আল্পনা।
বুঝিনি তো আগে তোমায় নিয়ে ভাবা;
আমার সব ভাবনা ছিল যে শুধুই কল্পনা।
চলেই যদি যাবে আমায় ছেড়ে
তবে জড়াইলা কেনো মিথ্যে মায়ার চাদরে?
কেনই বা এসেছিলে আমার জীবনে,
যদি হারিয়েই যাবে লক্ষ-কোটি আলোকবর্ষ দূরে।
শত নির্ঘুম রাত জানে
তুমি বিহনে আমি কতটা একা।
ভাবতেই ভিষণ কষ্ট লাগে,
আর হবে না আমাদের দেখা।
তোমাকে ভালোবাসি তাই,
সর্বদা তোমার ভালো চাই।
দোয়া করি, ভালো থেকো তুমি সবসময়,
আমি না হয় ভালো থাকবো; তোমার ভালো থাকায়।