সে চেয়েছিল বর্ষার কদম ফুল।
বর্ষা এলো,
আমি বর্ষার প্রথম কদম ফুল হাতে
দাঁড়িয়ে ছিলাম তার অপেক্ষায়।
বৃষ্টি এলো,
ভিজিয়ে দিলো আমায়; তবুও সে এলো না।
সে সুখ চেয়েছিল,
আমি দিলাম তারে এক পৃথিবী সুখ বিলাস।
অথচ,
সে দিলো আমারে এক সমুদ্র দুঃখ বিলাস!
সে ভালোবাসা চেয়েছিলো;
আমি ভালোবাসলাম তারে।
দুনিয়ার সমস্ত ভালোবাসা দিলাম তারে,
তবুও, সে আমায় ভালোবাসেনি।
সে সব পেলো,
পেলোনা শুধু আমাকে।
বেঁচে থাকলে একদিন ঠিকি বুঝবে,
কি হারালো জীবনে।