মানুষ রূপে মানুষ আমরা,
তবুও মানুষ নই...
সভ্য সমাজ! সভ্য জাতি! সভ্য মানুষ কই?

হিড়িক বাতি, হিড়িক বাতি জ্বলে সারারাত—
রাত পোহালেই দেখা মেলে কত রঙের ফাঁদ!

ছুটছে মানুষ..
ঘুরছে মানুষ অদৃশ্য এক ঘোরে,
মানুষ কিন্তু পাখি নয়, তবুও তারা ওড়ে...!

এ কী খেলা খেলছে মানুষ!
সবই দেখি পুতুল নাচ—
দিনের বেলায় এক সাজ, তো রাত্রিবেলা ভিন্ন সাজ!

ইবলিশের 'শ' ঢুকেছে মানুষের পেটে,
নাড়ী-ভুঁড়ি এক করে অতঃপর—
মাথায় বসে মগজ খায় চেটে-পুটে!

মানুষ নামের মানুশ আমরা...
কত আমাদের রঙ, কতই না বিচিত্র!
ইসলাম বলে— মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ,
অথচ সেই মানুষেরই সর্বনাম আজ সর্বনিকৃষ্ট!