তোমার স্মৃতির ভিড়ে আজো এই চোখ জুড়ে
তোমার ছবি আঁকি কল্পনার আকাশে,
হৃদয়ে লুকিয়ে রাখা ভালোলাগা
আজো জাগে তোমার নামে, প্রিয়।
যেনো চুপিসারে এসে ছুঁয়ে যায়
মন মাঝে তোমার স্মৃতির মেঘের ছায়া,
ভালোবাসা যত্নে রাখা
হৃদয়ের অতল গভীরে।
মনের আকাশে বৃষ্টি নামে
তোমার স্মৃতি জমে যায় সেই মেঘে,
যদিও নেই তুমি কাছে
তোমার ছোঁয়ায় জেগে থাকে ভালোবাসা।