তুমি মনের অন্তরালেই থেকো, নীরব সুরের ছায়া,  
দূরের কোনো স্বপ্নের মতন, রঙিন আলোয় ঢাকা।  
তোমার ছোঁয়া যেন হাওয়ার মতো, স্পর্শহীন,
তবু মুগ্ধতায় ভাসিয়ে নিয়ে যায় অনেক দূর।  

তুমি থেকো হৃদয়ের অদেখা কুঠুরিতে,  
গোপন দোলনায় দুলুক তোমার নামহীন ইচ্ছারা।  
আমি খুঁজবো না তোমার সান্নিধ্য,  
তোমার অনুপস্থিতিই হবে আমার সমস্ত অস্তিত্বের ধ্যান।  

তুমি থেকো মনের গহিনতম কোণে,  
যেখানে দিনের আলো পৌঁছায় না, শুধু অন্ধকার বোনা।  
তোমার না বলা কথাগুলো বাজুক আমার একাকী সন্ধ্যায়,  
তুমি থেকো, শুধু থেকো, চুপিসারে আমার মনের অন্তরালেই।