তুমি বলেছিলে, সময় নেই-
বৃষ্টি নাকি ভিজিয়ে দিয়েছে তোমার পথ,
তুমি আসতে পারোনি।
আমি অপেক্ষার ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে,
শুধু দেখেছি, বৃষ্টির ফোঁটাগুলো
কেমন নিষ্ঠুর হয়ে ঝরেছে-
তোমার মিথ্যে অজুহাতের মতো।
তুমি বলেছিলে, দূরত্ব বেড়েছে-
পথগুলো দীর্ঘ হয়ে গেছে হঠাৎ,
তোমার পা ক্লান্ত,
তুমি পৌঁছাতে পারোনি।
আমার হৃদয়ের দূরত্বগুলো মাপতে মাপতে
রাত পার হয়ে গেল,
তোমার সুর ভেসে আসেনি আর।
তুমি বলেছিলে, ব্যস্ততা-
জীবন তোমাকে আটকে রেখেছে চার দেয়ালে,
আমি বুঝতে চেয়েছি।
তবু একবারও কি দেখলে না?
আমার ভালোবাসার দেয়ালগুলো
তোমার নামেই রচিত ছিল,
তুমি চাইলেই মুক্ত হতে পারতে সেখান থেকে।
মিথ্যে অজুহাতের পালকগুলো আজও উড়ে,
আমি দাঁড়িয়ে আছি,
তোমার প্রতিশ্রুতির শূন্য আকাশে।
তুমি বলেছিলে, সময় নেই—
আর আমি বলিনি, হৃদয়েরও তো সময় ফুরিয়ে যায়।