ভুল করে যেনো তাকে ছুঁয়ে ফেলেছি,
যেনো আকাশ ছুঁয়েছে দিগন্তের কোলে,
এক ফোঁটা বৃষ্টির মতো তার স্পর্শ,
মাটি জানে সে তো হারিয়ে গেছে ঝরে।
মনের অজান্তে এলোমেলো হাওয়ার টানে,
চুপিসারে সে এসে ছুঁয়েছে প্রাণে,
এ যেনো কুয়াশায় ঢেকে থাকা কোনো স্বপ্ন,
যার পথ চেনা হয় শুধু ভুলের অন্ধকারে।