‌স্বপ্নের ভুবনে হাটলাম একা
তুমি পাশে থেকেও নেই পাশে,
ভাবলাম অনেক সময় নিয়ে
নিরবতা ভেঙে হয়তো ডাকবে,
পাশ কাটিয়ে হাতে হাত রেখে
অনেকটা পথে স্বপ্ন ধরে হাঁটবে।
হঠাৎ দেখলাম তুমি দূরে চলে যাচ্ছ
স্মৃতির পাতা খুলে বসে থাকলাম,
ভাঙা মন নিয়ে তোমাকে খুঁজে ফিরি
কেন এমন হলো প্রশ্ন ভেসে বেড়ায়।

স্বপ্নের ভুবনে এখন কেবল আমি
তুমি যেন এক মেঘের ছায়া,
যা এসে ছুঁয়েও চলে যায়
আমার হৃদয়ে রেখে যায় কষ্টের দাগ।
তোমার প্রতিটি শব্দ এখনও কানে বাজে
তোমার হাসির আলো এখনও জ্বলে মনে,
স্বপ্নের ভুবনে হেঁটেছি একা
তোমার ছোঁয়া আজ শুধুই কল্পনার।
মনে হয় হয়তো কোনদিন ফিরবে তুমি
স্বপ্নের ভুবনে আবার হবে দেখা,
কিন্তু আজ আমি একাই হাঁটছি
তোমার স্মৃতির পথে নিরবতা ভাঙছি।