আসবে ফিরে কোন একদিন
মনে পড়বে অতীতের সেই কথা,
যেথায় ছিলো আমাদের স্বপ্ন বোনা,
সেইসব মুহূর্তের নিঃশ্বাসে
মিশে থাকা কতশত আশা।
হয়তো তোমার চোখে ভাসবে
আমাদের সেই পুরোনো দিনের ছবি,
কিন্তু সময়ের আঁচড়ে ফিকে হয়ে যাবে সব
তখন শুধু রয়ে যাবে কিছু স্মৃতির ধূসর আভা।
যদি ফিরেও আসো কোন একদিন
পাবে না আর আমাকে সেই রঙে,
যে রঙে একদিন তোমায় চেয়েছিলাম
সর্বস্ব আবেগ নিঃস্ব করে।
তুমি খুঁজবে আমাকে সেই পথের বাঁকে
যেখানে একদিন হাত ধরেছিলে তুমি,
কিন্তু আমি আর থাকবো না সেখানে
হৃদয়ের সেই জায়গায় থাকবে শুধুই শূন্যতা।