যাকেই ভালোবাসতে চাই  
সেই যেন বাতাসে মিলিয়ে যায়।  
আমি ডাকি, সাড়া পাই না,  
শুধু শূন্যতা খোলা আকাশের মতো দাঁড়িয়ে থাকা।

প্রতিটা স্পর্শ যেন বালির মতো,  
আঙুলের ফাঁক গলে পড়ে যায়।  
প্রতিটি কথা যেন নদীর ঢেউ,  
তীরে এসে আর ফেরে না।

মনটা যেন শুকনো পাতা,  
এক ফুঁ দিয়েই উড়িয়ে নিয়ে যায় সময়ের ঝড়।  
বুকের গভীরে এক সমুদ্র,  
তবু নোঙর ছাড়া কোনো নৌকা ভিড়ে না।

ভালোবাসা যেন মরীচিকা,  
দূর থেকে হাতছানি দেয়,  
কাছে এলে হারিয়ে যায়  
অজানা এক দিগন্তের আড়ালে।

তাই তো, যাকেই ভালোবাসতে চাই,  
সেই কেবল দূরে চলে যায়।