যেখানে শব্দগুলো বিচ্ছিন্ন
থেমে গেছে সব গান,  
অভিমানী চাঁদনী রাত
হারিয়ে গেছে পরাণ।

আকাশের নীলিমায় ঝরে  
নীরবতার এক আলাপন,  
সেখানে শুধু তুমি আর আমি
অবাক এক অনুভবের অধিকারী।

নির্জনতার কোলাহলে
বাতাসের নীরব স্পর্শ,  
তোমার চোখে লুকিয়ে থাকে
অজানা এক প্রেমের মর্মর।

যেখানে শব্দগুলো বিচ্ছিন্ন
সেখানে আমরা মিলি চুপিসারে,  
একটা গল্পের শুরুতে
শেষ না হবার আগে।