তোমাকে যখন প্রথম দেখি
অচেনা এক বৃষ্টি নেমেছিলো হৃদয়জুড়ে,
সেই মায়াবী চোখের দৃষ্টি যেনো
স্বপ্নের ভেতর হারিয়ে ফেলা এক দিগন্ত।
আলতো বাতাসে উড়েছিল তোমার চুল
মনে হয়েছিল এ যেনো এক জীবনের
অপেক্ষার শেষ পরিণতি।
তোমার হাসির মুগ্ধতায় বেজে উঠেছিল
কত শত অজানা গান,
কত শত অমল স্মৃতি।
দিনগুলো গড়িয়েছে, সময় কেটেছে
কিন্তু সেই প্রথম দেখা,
মনে রেখেছে অনন্তকালের চিহ্ন।
তোমার প্রতিটি কথা,
প্রতিটি মুহূর্ত আজও
ভেঁসে বেড়ায় মনের আকাশে জোনাকির মতো।
ভালোবাসার রঙে রঙিন সেই স্মৃতি
কখনো ভুলিনি এখনো জেগে আছে,
আমার হৃদয়ের গভীরে।