তোমার মনে হয়েছে আমি হেরে গেছি,
তুমি ছেড়ে গেছো তাই সব সেরে গেছি?
জানো না তুমি আমার ভেতরেও আছে এক আকাশ,
অজস্র তারার মতো জ্বলছে সেখানে অজস্র আশ্বাস।
কি ভাবছো জিতে গেছো?
আমায় হারানো এতো সহজ নয়,
আমার মনের শক্তি সব বাঁধা করবে ক্ষয়।
তোমার চলে যাওয়া মেঘের ছায়ার মতো,
কিছুক্ষণ ঢেকে রাখে তবু আকাশ তার মতো।
যেখানে ভাঙা স্বপ্ন সেখানেই নতুন গড়া,
তোমার হেরে যাওয়া আমার জীবন সঠিক ধারা।
কি ভাবছো জিতে গেছো? শেষ হয়নি গল্প,
আমার জয়ের কথা লিখবে সময় রূপকল্প।