তোমার বৃষ্টিতে ভিজা চুলের ভাঁজে,
স্মৃতির মতো জড়িয়ে থাকে কিছু গল্প,
যেন প্রতিটি ফোঁটায় তুমি রেখে গেছো
নীরবতার ভেতর লুকানো কাব্য।
তোমার বৃষ্টিতে ভিজা ঠোঁটে,
অসংখ্য প্রশ্ন ঝরে পড়ে নীরবে,
আমি খুঁজে ফিরি সেসব উত্তর-
যেগুলো হয়তো কোনোদিন জানাইনি তোমায়।
তোমার বৃষ্টিতে ভিজা চোখে,
দেখি এক অদৃশ্য জগত,
যেখানে কেবল আমি আর তুমি-
অন্য সব কিছু হারিয়ে যায় ঝরাপাতার মতো।
তোমার বৃষ্টিতে ভিজা মন,
আমার হৃদয়ে বয়ে যায় মেঘ হয়ে,
আমি অপেক্ষায় থাকি,
কবে তুমি নামবে আবার,
একটি নীরব বৃষ্টির মতো।