তোমার চোখের ভাষায় বলে না কোন কথা,  
তবুও বুঝি অন্তরে তোমার প্রিয়তির আশ্রয়।
আমার হৃদয়ের কুঠরিতে গোপনে আঁকা তোমার ছবি,  
কখনো প্রকাশিত হয়নি, তবু হৃদয়ে তীব্র অব্যক্ত।

পথের ধারে তোমার ছায়া দেখে থমকে যাই,  
চোখে চোখ পড়ে গেলে,  
লুকিয়ে নেই, মুখ ফিরিয়ে চলে যাই।

তবুও রয়ে যায়-
অপ্রকাশিত ভালোবাসার সেই বেদনামাখা স্মৃতি,  
যা শুধু আমি জানি আর হয়তো তুমিও।

সেই অনুভূতিরা-
যা কখনো কাগজে বন্দী হয়নি,  
কেবল মনেপ্রাণে বয়ে নিয়ে বেড়াই,  
শুধু তোমার জন্য গোপনে- নিরবেই।