তুমি চিনলে না আমায়, মেঘে ঢাকা চাঁদের মতো,
ভালোবেসে ছিলাম নীরবে, আড়ালে কত শত।
তুমি দেখলে না চোখে লুকানো সে গান,
যে গানে ছিল শুধু তোমারই নাম।
তুমি বুঝলে না হৃদয়ের ভাষা,
যেখানে তোমায় ঘিরেই ছিল কত আশা।
তুমি থেমে গেলে কেবল কথার শেষে,
জানতে চাওনি কত গল্প আছে মিশে।
তুমি চিনলে না তবু জানি একদিন,
আমার নাম লিখবে তোমারও মনে সঙ্গীন।