তোমার মাঝে কি পেয়েছি
হয়নি খুঁজা আমার,
তবুও তোমায় ভালোবেসে
ভরে গেছে মন আমার।
আকাশ যেমনি চাঁদের ছোয়ায়
ভরে উঠে পূর্ণিমা আলোয়,
তেমনি তোমায় ভালোবেসে
সকল আশা হলো পূর্ণ।
বনের সবুজ পাতাগুলো
যেমনি সাঁজায় ভুবনটারে,
তেমনি তোমায় কাছে পেয়ে
আমার ভালোবাসা হলো হৃদয়মগ্ন।
সাগর যেমনি নদীর আশায়
অপেক্ষায় থাকে স্রোতপ্রিয়ায়,
তেমনি তোমার আশায় আমি
বসে থাকবো সারারজীবন।
জীবন মাঝে পাবার জন্য
তোমায় নিয়ে স্মৃতির ছবি আঁকবো,
যতদিন বাঁচবো এই পৃথিবীতে
ততদিন তোমায় নিয়ে ভাববো।