ভেঁজা ভেঁজা রঙে
আজও মন শুধু তোমায় খুঁজে
দূর হতে দূরে
প্রান্তহারা সুদূরে ।
ভাবনার তীর ঘেঁষে
স্বপ্নের জাল বিছিয়ে
উদাস হাওয়ায় নীল গগণে
নির্মনে তোমায় খুঁজে ।
ঝর ঝর ঝরনার তালে
পাহারের নির্যাস ঝরে পড়ে
উত্তাল ডেউয়ে সাগর বক্ষে
জীবন দুয়ারে ফিরে পাবার ছলে
ভালবাসার টানে তোমায় খুঁজে ।