ব্যস্ত এই পৃথিবী
তোমারই আনাগোনায়,
কাটেনা দিন-রজনী
তোমারই ভাবনায়।
সকালের আলো যেন
কর্মেরই হাতছানি,
নিয়ে যায় তরী বেয়ে
চলারই অনেক সময়ের ব্যস্ততায়।
গোধূলির বিকেল যেন
রাঙিয়ে দেয় সারাবেলা,
তোমাকে নিয়ে ভাবনায়
ডুবে যায় সন্ধ্যাতে।
রাতেরই নির্জনতা
নিয়ে যায় তন্দ্রাতে,
পারিনা তখনও থামাতে
শুধু তোমারই ভাবনাতে।
সারাটাদিন কাটে যেন
তোমার মায়ার মুগ্ধতায়,
নিঃশব্দে নিরবে থেকে যায় মনে,
শুধু তোমাকে ভালোবাসার ভাবনাতে।