আমি তোমারই জন্য
হৃদয়ের আকাশ থেকে
মিটিমিটি তারা নিয়ে আসবো,
তুমি দাঁড়িয়ে থেকো;
ও’গো তোমারই জন্য আমি আসবো ।
সপ্ত সুখের নিসর্গতারই
মধুর সঙ্গ তোমারই জন্য
আমি বয়ে বয়ে আনবো,
নীলাম্বরী ঝরনা বেগে
বৃষ্টি হয়ে আমি ঝরবো
তুমি স্নান করো-
ও’গো তোমারই জন্য আমি ঝরবো ।
ভালোবাসার গৌধূলি প্রভায়
তোমার চোখে ছবি হয়ে ভাঁসবো,
তুমি জাগরণে আমায় ভেবো
আমি তোমারই জন্য
রংধনু নিয়ে আসবো ।