নক্ষত্রের আলো দিয়ে চোখ ঢাঁকি
অন্ধকারেই দেখি আমি তোমার মুখ,
শব্দের ভাঙা সেতু পেরিয়ে
শুধু নিরবতায় জুড়াই প্রাণ।

পৃথিবীর ঘূর্ণনে আমি স্থির
সময় থেমে থাকে আমার হৃদয়ে,
তুমি কি জানো-
নিরবতা জীবনকে অনন্ত করে তোলে।