কোন এক বসন্তে তোমাকে নিয়ে
পলাশের লাল আঁচলে বাঁধবো হাওয়া,
সপ্তপর্ণার ছায়ায় জমবে আমাদের গল্প,
কোকিলের কণ্ঠে গুমরে উঠবে না বলা কথা।
কোন এক বসন্তে তোমাকে নিয়ে
দুরন্ত বাতাসে ছড়িয়ে দেব স্বপ্নের ধুলো,
নীল আকাশে লিখবো আমাদের নাম—
তারা হয়ে ঝরবে যত অবুঝ অভিমান।
এ বসন্ত হবে রূপকথার মতন—
তুমি আমি মিলে তৈরি করবো এক চিরন্তন সময়,
যেখানে প্রেম কেবল গন্ধ নয়, রং নয়—
তা হবে এক বুনো বনভূমি, যেখানে তুমি-আমি
অন্তহীন ঘুরে বেড়াবো নতুন জীবনের খোঁজে।