মেঘের আড়াল ভেদ করে
আলোর চমক আসে তার চোখে,  
নির্জন গোধূলি কোন এক বিকেলে-
চারপাশ যেন তার সুরভি মেখে  
রেখেছে সে এক বিশাল অনুভবের ছোঁয়াতে।

তার চুলের গোঁছায় লেগে থাকা বাতাস
এলোমেলো ঝড়ে ছুঁয়েছে আকাশ,
আকাশের যত তারা
সব যেন নেমে আসে তার হাসিতে,  
তবু সে নীরব-
তার রূপের ভাষা বলে না কোনো কথা।

সে যেন দিগন্তের পরীর মতো
যার গানে ঘুম আসে শান্তিতে,  
আকাশের চাঁদ তারই প্রতিচ্ছবি
পৃথিবীর সব রঙ মিলেছে তারই মনে,
কোন এক রূপসী-
যার নাম শুধু থাকে কবিতার কলমে।