সখি ধরা দিও এসে
আজো আছি  তোমারই অপেক্ষাতে,
যেদিন তুমি দিবে ধরা
সেদিন আমার মুঁছে যাবে সবই ব্যাথা।
মুক্ত বিহঙ্গে প্রেম জোঁনাকি
তোমার মাঝে ছড়িয়ে দিব আলো হয়ে,
দৃপ্ত আলোর সোনার ঝলক
পুলকিত করব আমার হৃদয়।