মাটির ঘরে ফিরবো একদিন
জীবনের শেষে শান্তির কোলে,
শরীর হবে ধূলির সাথে এক
প্রকৃতির বুকে মিলিয়ে যাবে মিশে।
সবাই যাবে, থেকে যাবে স্মৃতি
মাটির তৈরি গড়া এই প্রাণ,
চিরকালীন ঘুমের দেশে
অন্ধকারে ঢেকে যাবে সব।
মাটির ঘরে ফিরে পাবে দেহখানি মুক্তি
এই ক্লান্ত পথের শেষ পরিণতি,
ধূলি থেকে ধূলিতে মিলিয়ে
মৃত্যুই হবে জীবনের গন্তব্য।
নিস্তব্ধ রাত্রির মৃদু কোলাহলে
মাটির ঘরে শেষ নিঃশ্বাসে,
অনন্তকালের পথে যাত্রা
মৃত্যুর মাঝে এই জীবনের মিলন রাশি