একটু একটু করে জমছে ব্যথা,  
শিরায় শিরায় উঠছে বিষাদ,  
স্বপ্নগুলো আকাশ ছোঁয়ার নেশায়,  
ধীরে ধীরে হারায় চিহ্ন শুধুই আঁধার।

শব্দগুলো কেমন নিঃশব্দ হলো,  
রংগুলো সব মিলেমিশে গেছে,  
একটু একটু করে বুকে জমা আক্ষেপ,  
শেষমেশ সব নিঃশেষ হয়ে গেছে।