দাঁড়ি কমা বিহীন জীবন আমার  
শূন্যস্থান চিহ্ন দিয়ে ভরা ,
তোমার স্মৃতির শব্দে কেবল  
বিচ্ছেদচিহ্ন রেখে যায়।  
তোমার ছোঁয়ার ব্যাকুলতা নিয়ে  
আমি আর তেমন হাসিও না কাঁদি না,
তোমার অজস্র অবহেলা আর অপমান নিয়েও
এখন জীবনকে আমি আগের চেয়েও বেশি ভালোবাসি।