বুকের গভীরে যে আগুন জ্বলে,  
সে আগুনের নাম ভালোবাসা,  
সেই আগুনে পুড়তে পুড়তে,  
নির্লজ্জ হয়ে যায় সকল আশা।

চাঁদের আলোয় যে মধুর হাসি,  
সে হাসিতে মিশে থাকে কতশত ব্যথা,  
তবু হৃদয় জানে না ক্লান্তি,  
তোমার জন্য আজও ব্যাকুলতা।

পাখির ডানায় যে মুক্তি খুঁজি,  
সে ডানায় ভর করে স্বপ্ন,  
তোমার চোখের গভীরে আমি,  
নির্ভয়ে হারিয়ে ফেলি সব আকুলতা।

ভোরের শিশিরে যে শান্তি মেলে,  
সে শান্তি খুঁজে ফেরে মনে,  
তোমার আদরে একটুখানি ছোঁয়া,  
সেই স্পর্শে হৃদয় ধন্য করে।