আমার বুকে জড়িয়ে একটু আদর দিবা?
রাতের বেলা তোমার পাশে ঘুমাইতে দিবা?
ভোর বেলা ঘুম ভাঙ্গলে একটু হাসি দিবা?
দুঃখ দিয়ে মনটা আমার ভাঙবা না।
রাগ করলেও কখনো অভিমান করবা না।
আমারে ছেড়ে কখনো তুমি যাইবা না।
আমার চোখের জলে তুমি সঙ্গী হইবা।
জীবনের পথচলায় পাশে থাকবা।
ভালোবাসার গল্পে তুমি হারাইবা না।
আমার স্বপ্নগুলো ভেঙে কখনো যাইবা না।