বিচ্ছেদের পরিপূর্ণতা, এক ফাঁকা আকাশ,  
শূন্যতার ছায়ায় ঝরে যায় শেষ পাখির ভাষা।  
আলোর ছন্দে বাঁধা ছিল যতো স্মৃতির খেলা,  
তারা আজ দিগন্তের মায়ায় ঝাপসা।  

তোমার স্পর্শে বাঁধা ছিল যে পথের দিশা,  
আজ সেসব পথ রূপকথার মতো দূরে খসে পড়লো।  
সময়ের স্রোতে ভেসে যায় মুহূর্তের নৌকা,  
বিস্মৃতির ঢেউয়ে ডুবে যায় সে,
আর জেগে থাকে চিহ্নহীন তীর।  

তবু কোথাও এক ঝিলিক, রাত্রির মাঝে জ্বলে,  
তুমি আর আমি মিলে যে স্বপ্নের বিনিময় করেছিলাম।  
তাই বিচ্ছেদের পরিপূর্ণতা, এক রূপক আকাশে,  
প্রতিটি তারায় লেখা তবু কিছু আশা, কিছু বিদায়।