দৃষ্টির অগোচরে, ভালোবাসা ঝরে,
শব্দহীন বৃষ্টির মতো মেঘের অন্তরে।
তোমার অজান্তে সে খোঁজে আশ্রয়,  
হৃদয়ের গভীরে গেঁথে রাখে আলোছায়ার কাব্য।  

তুমি দেখো না, তবু সে থেকে যায়,  
তোমার নিঃশ্বাসে তার মেঘের মতো ছোঁয়া।  
ঝড়ো হাওয়ার মতো ছুটে যায় না কখনো,  
ধীরে ধীরে গড়ে তোলে নীরব সেতু।  

দৃষ্টির সীমায় ধরা না পড়ুক,  
ভালোবাসা থাকে নক্ষত্রের মতো স্থির।  
অজানার পথে সে খেলে যায় আলো,  
অদেখা আশীর্বাদ হয়ে সাথী হয় সারাক্ষণ।