শূন্যতায় অলিগলি
জীবনটাই এক মরুভূমি ।
অসম্ভতায় জীবন গতি
কাকে নিয়ে আজ ছুটি ?
অন্ধতায় নীরবতা
উদাস মেঘে তাই ব্যস্ততা,
নিমেষে পথহারা
কার জন্য এই পথ চলা ?
কণ্টকে ভরা তীব্রতা
ব্যার্থতায় তরুণতা,
শেষ করা যে হয় না তার
আবেগ-প্রহসনের হিংস্রতা ।
সুখও পরশে তির্রতা
অমায়সা উসালতা,
উচ্ছ্বলে মন হাহাকার
কষ্টের নাম – অতৃপ্ত ভালবাসা ।