নিশীথে যখন চাঁদের আলো
আলতো করে ছুঁয়ে যায় তোমার মুখ,
তখন তোমার জন্যে আমার এই মন
প্রেমেরই সুরে গান গেয়ে যায় ।
তোমার হাসির ঝরনাধারা
বয়ে যায় মনের প্রান্তরে,
তুমি আছো বলেই তো এই জীবন
সুখের রঙে রঙিন হয়।
তোমার চোখের দীপ্তিতে
জ্বলে ওঠে আমার স্বপ্নের প্রদীপ,
তোমার কথার মিষ্টিতে
বেঁধে রাখা যায় জীবনের সব টুকরো সুখ।
তোমার হাতের ছোঁয়ায়
মুছে যায় সব কষ্টের অন্ধকার,
তুমি আছো বলেই তো
ভালোবাসার এই পৃথিবী এত সুন্দর হয়।
তোমার জন্যে, শুধুই তোমার জন্যে
এই হৃদয়ের সব গোপন কথা হয়,
তুমি আছো বলেই তো
এই জীবনটা ভালোবাসার গল্পে বাঁধি।