অশ্রুপাতের দিনগুলো ছিল আমার সঙ্গী
নিঃসঙ্গতার সাগরে ডুবেছিলাম বহুবার,
যন্ত্রণা বুকে নিয়ে হাঁটতাম নিরবধি
ভুল বুঝে আমায় ছেড়ে চলে গেছ কতবার।
আমার কান্নার সুরে বাজতো হৃদয়ের বীণা
তুমি তা শুনোনি-ছিলে নিজের মায়ায়,
আমার ব্যথার গল্প শুনবে না কভু
হৃদয় খুঁজি আর বেদনার স্রোতে ভাসি।
একদিন তুমিও কাঁদবে সে দিন আসবেই
যখন বোঝবে তুমি ব্যথার মানে কী?
তখন হয়তো তুমি খুঁজবে আমায়
কিন্তু আমি থাকব না হারিয়ে যাবো চিরতরে।
তুমি বুঝবে একদিন চোখের জলের ভাষা
যখন নির্জনে বসে তোমারও আসবে কান্না,
আমার মতো একা তুমিও বুঝবে ব্যথা
তখন জেনো আমিও কাঁদতাম তোমারই মতো।