সেই দীঘির পাড়ে যখন দাঁড়িয়ে
নিঃশব্দে লুকিয়ে লুকিয়ে তাকিয়ে থাকতাম,  
তোমার মিষ্টি হাসির মাঝে হারিয়ে যেতাম
সেই মুহূর্তে যেন নতুন স্বপ্ন বুনতাম।
দীঘির জলে প্রতিফলিত তোমার চেহারায়
হৃদয়ের গহীনে আঁকা এক মায়াবী দৃশ্য,  
তোমার চোখের তারায় খুঁজে পেতাম
অজানা এক ভালোলাগার মিষ্টি পরশ।
নির্জন দুপুরের নীল আকাশের নীচে
তোমার হাসির ঝিলিক খেলে যেতো দীঘির জলে,  
অজান্তে বয়ে যাওয়া হাওয়ার ছোঁয়ায়
তোমার মিষ্টি গন্ধে মুগ্ধ হয়ে থাকতাম চুপচাপ।
তোমার কাছাকাছি দাঁড়িয়ে থেকেও
মনে হত যেন অনেক দূরে,  
তোমার চোখের গভীরতা বুঝতে চেয়ে
নিজেকেই হারিয়ে ফেলতাম তোমার মাঝে।
আজো সেই দীঘির পাড়ে এসে
মনে পড়ে সেই ভালোলাগার মুহূর্ত,  
তোমার মায়ায় সিক্ত হওয়া হৃদয়  
সেই স্মৃতিরা আজো রয়ে গেছে অম্লান।