নিঃশেষ প্রান্তরের পথে হাঁটলাম দীর্ঘক্ষণ
মন ভাঙা, প্রাণ পোড়া, দু'চোখে জল,
বুকের ভিতর ঝড়ে পড়ে বেদনার সুর
আর ফিরা হলো না ভালোবাসা সে তো অনেক দূর।
স্বপ্নের সবুজ ঘাসে পা রাখিনি বহুদিন
হৃদয়ে শুধু জমা হলো বিষাদের দিন,
ভালোবাসা ছিল একসময়, ছিল কত আশা
সব মিথ্যা হলো রইল শুধু নিরাশা।
দূরের সীমানায় মিলিয়ে গেলো যে মুখ
তার অপেক্ষায় আজো কাঁদে চোখ,
হারিয়ে গেছি পথে, তুমি যে হারিয়ে গেলা,
আর ফিরা হলো না আমার ভালোবাসার বেলা।
শীতের রাতে জড়াই নিজেকে কাঁথায়
তুমি নেই, নেই সেই নরম স্পর্শ,
আঁখির নেশায় তবু খুঁজে ফিরি তোমারই ছায়া
আর ফিরা হলো না তুমিই ছিলে আমার মায়া।
জীবনের গল্পে এক চিরন্তন বেদনা
তোমাকে হারিয়ে ফেলি মনে রাখি যন্ত্রণায়,
শূন্য হৃদয়, শূন্য এই প্রান্তর
আর ফিরা হলো না তোমারই আশ্রয়ে আমার।