ভালবাসার প্রভাতে এসেছো তুমি
আমার প্রাণে মিষ্টি শরতে,
গৌধূলির শেষ বেলায় খেলার ছলে
আমায় তুমি দিয়েছ কত আনন্দ
গোলাপ ফুলের মালা পড়িয়ে ।
তোমার আঁচলখানি বেঁধে আমার চোখে
তুমি লুকিয়েছ কত না বাগানের আড়ালে,
আমি খুঁজেছি তোমায় তন্ন তন্ন করে,
যখন পাই নি তোমায় খুঁজে
ক্লান্ত মন কেঁদেছে শুধু
তোমায় এক পলক দেখার অপেহ্মাতে;
হঠাত্ তুমি এসে দিতে ধরা
বাহুখানি বাড়িয়ে
আমার চোখ দুটি দিতে মুঁছে,
বলতে তুমি কাঁদো কাঁদো চোখে
এ ভুল হবে না আর কখনো
এমনি আর দুঃখ দিয়ে ।
শরতের সেই মিষ্টি বেলায়
বসে থাকতাম দুজনা আনমনায়
শিউলি গাছের ফুলের গোঁছায়,
দুষ্টুমি আর ভালবাসার নিবিড় ছোঁয়ায়
তোমায় ঘিরে পেতাম আমার বুকে ।
অলসতার চাতুরীতে
তুমি আমি ভাবতাম দুজনার
একই বাঁধা স্বপ্নের নীড়ে,
এক কথা আর গানের সুরে,
ঐন্দ্রিলা জড়ানো প্রেম জোছনাতে ।
সেদিনের সেই মিষ্টি শরত্
আসে ঘুরে বছর শেষে,
তবু সেদিনের মতো
শিউলি তলায় ফুলের গোঁছায়
আস না তুমি আমার বুকেতে ।
কান্নায় তাই চোখে জল এসে যায়
পারি না তোমায় ভুলে যেতে,
ভাবি তাই-যদি তুমি আস একবার
আমার চোখের জল মুঁছে দিতে ।
ভাবনার অবসান হয়ে গেছে কবে
তুমি নাই এই ভুবনে,
তোমার হৃদয় রাঙা ভালবাসা আমায় দিয়ে
তুমি চলে গেছ আমায় একা করে ।
আজ শূণ্য মন করে হাহাকার
যদি তুমি একবার আমার কাছে এসে
চোখের জল মুঁছে দিয়ে যেতে
একটু ভালবাসা দিয়ে ।