চোরাবালির স্তব্ধতায় ডুবেছিলে তুমি,  
স্মৃতির বালুকণায় আটকে যাওয়া পায়ের মতো।  
তোমার নিঃশ্বাস ছিল বাতাসে বুনো ঝড়ের মতো,  
আর নীরবতা-
এক দমকা বাতাসের কল্পনাময় ছোঁয়া।  

চুপটি করে ছিলে সময়ের মায়াজালে,  
ডুবে গিয়েছিলে ছায়াদের আলিঙ্গনে,  
আমি দেখেছিলাম তোমাকে-
এক শেষ হয়ে যাওয়া স্মৃতি,  
যেখানে আলো আর অন্ধকারের-
খেলা থেমে গেছে চিরতরে।  

তোমার প্রতিটি পদক্ষেপ ছিল ধোঁয়ার মতো অস্পষ্ট,  
ভাসছিলে দিগন্তে বিলীন হওয়া এক কুয়াশার মতো।  
আমি ডেকেছিলাম-
কিন্তু শব্দ ফিরে এলো না,  
তুমি ছিলে চিরকালের জন্য হারিয়ে যাওয়া এক প্রতিধ্বনি।