রোদের আলোয় দৃপ্ত তোমার অনুরাগ
সূর্যালোকে রংধনু চলে
তোমারই অপেক্ষায়-
তাই তো বলি; আজ এই আলোতে
কেন তুমি বৃষ্টি হলে না?
আকাশ মেঘে দীর্ঘ বিরাগ
তোমায় পাওয়া নয়তো সহজ,
স্বপ্নবুনে নীল গালিচা
তোমায় নিয়ে উড়ে যাবার সখ যে বিরাট।
মেঘলা দুপুর উদাস হাওয়া
মন দুলছে তীব্র বাওয়ায়,
হয়তো অমিল রঙ্গিন মনে
সঙ্গহারা এই নিঃস্ব জীবন,
হারিয়ে খুজি তোমায় বারংবার
ফিরে পাবার অসীম দিবালোকে।